This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

Thursday, 6 March 2025

নতুন ফোন লঞ্চ করা হলো






6500mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল Vivo T4x 5G স্মার্টফোন, 15 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে 8GB RAM সহ ফোন

কম দামে শক্তিশালী ব্যাটারির দুরে অংশগ্রহণ করে আজ Vivo ভারতের বাজারে তাদের নতুন Vivo T4x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 6,500mAh Battery। 8GB RAM, MediaTek Dimensity 7300 প্রসেসর এবং 50MP ক্যামেরা সহ এই ফোনটির দাম 13,999 টাকা থেকে শুরু। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo T4x 5G ফোনের দাম

  • 6GB RAM + 128GB Storage – ₹13,999
  • 8GB RAM + 128GB Storage – ₹14,999
  • 8GB RAM + 256GB Storage – ₹16,999

ভারতে Vivo T4x 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 6GB RAM মডেল শুধুমাত্র 128GB স্টোরেজ সহ মাত্র 13,999 টাকা দামে সেল করা হবে। একইভাবে 8GB RAM সহ এই ফোনটির 128GB মডেলের দাম 14,999 টাকা এবং 256GB মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে।

প্রাইমারি সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই ফোনের প্রাথমিক দাম পড়বে মাত্র 12,999 টাকা। আগামী 12 মার্চ থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি Marine Blue এবং Proton Purple কালার অপশনে সেল করা হবে।

Vivo T4x 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.72″ FHD+ 120Hz Display
  • MediaTek Dimensity 7300
  • 8GB RAM + 256GB Storage
  • 50MP Dual Rear camera
  • 8MP HD Selfie Camera
  • 44W 6,500mAh Battery

ডিসপ্লে

Vivo T4x 5G ফোনটিতে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 1050nits ব্রাইটনেস, 393ppi পিক্সেল ডেনসিটি ও 16.7মিলিয়ন কালার সাপোর্ট করে।

প্রসেসর

Vivo T4x 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এই প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 6,85,052 AnTuTu স্কোর পেয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo T4x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি AI সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.05 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4x 5G ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনের ব্যাটারি 14 ঘন্টা 11 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে 67 মিনিটে ফোনটি 20% থেকে 100% চার্জ হয়ে গেছে।

অন্যান্য ফিচার

Vivo T4x 5G ফোনে 8 5G Bands রয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5.4 এবং OTG সহ WiFi 6 দেওয়া হয়েছে। এই ফোনের IR Blaster ব্যাবহার করে টিভি, এসির মতো যে কোনো ডিভাইস কন্ট্রোল করা যায়। এছাড়াও জল ওঁ ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।

LEAVE A REPLY 

Share:

Tuesday, 4 March 2025

Realme c75x Phone specifications


 

8GB RAM, 50MP ক্যামেরা, IP69 রেটিং সহ লঞ্চ হল Realme C75x, জেনে নিন গ্লোবাল দাম

রিয়েলমি গ্লোবাল বাজারে তাদের সি-সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন Realme C75x স্মার্টফোন লঞ্চ করেছে। কম দামের এই ফোনটিতে 8GB এবং 16GB ভার্চুয়াল RAM এবং 24GB RAM সাপোর্ট, অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 ও 69 রেটিং, অসাধারণ 6.67 ইঞ্চির ডিসপ্লের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C75x স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Realme C75x এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Realme C75x ফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির (HD+) ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 500 নিটস (টিপিক্যাল) ও 625 নিটস (HBM) ব্রাইটনেস সহ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে 120Hz টাচ স্যাম্পেলিং রেট, 16.7 মিলিয়ন কালার, 83% NTSC (টিপিক্যাল) কালার গামুট, 1500:1 কন্ট্রাস্ট রেশিও এবং 89.97% স্ক্রিন টু বডি রেশিয় রয়েছে।

প্রসেসর ও অপারেটিং সিস্টেম

Realme C75x ফোনটি গ্লোবাল বাজারে MediaTek के Helio G81 Ultra প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি নতুন Android 15 অপারেটিং সিস্টেম এবং Realme UI 6.0 কাস্টম স্কিন সহ কাজ করে।

স্টোরেজ

এই ফোনটিতে 24GB RAM দেওয়া হয়েছে, ফলে 8GB ইনবিল্ট RAM এবং 16GB ভার্চুয়াল RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে দারুণ স্পেস ও স্পীডের জন্য ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Realme C75x ফোনটির রেয়ার প্যানেলে 50MP AI ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

Realme C75x ফোনে 5600 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, তবে এই ব্যাটারির রেটেড ক্ষমতা 5465mAh হবে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনটিতে 45W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার

Realme C75x ফোনে 4G/3G/2G নেটওয়ার্ক, WiFi 5 (2.5GHz ও 5GHz ডুয়েল ব্যান্ড সাপোর্ট डुअल), ব্লুটুথ 5.0, প্রক্সিমিটি সেন্সর, জায়রোস্কোপ, এক্সেলেরেশন সেন্সর, AI স্মার্ট এক্সপিরিয়েন্স (মিনি ক্যাপসুল 3.0, AI ক্লিয়ার ফেস, AI স্মার্ট লুপ, গুগল জেমিনি), SGS মিলিট্রিগ্রেড শক রেজিস্টেন্স, আর্মারশোল প্রোটেকশন, IP68/IP69-রেটেড বডির মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

ওজন ও ডায়মেনশন

Realme C75x ফোনের ডায়মেনশন 165.69 x 76.22 x 7.99 মিমি এবং ওজন মাত্র 196 গ্রাম হবে।

Realme C75x এর দাম ও সেল

  • ইন্দোনেশিয়াতে Realme के C75x ফোনটির 8GB/128GB স্টোরেজ অপশন IDR 2.199.000 অর্থাৎ প্রায় 12,000 টাকা দামে পেশ করা হয়েছে।
  • এই ফোনটি কোরাল পিঙ্ক ও ওশিয়ানিক ব্লু মতো দুটি কালার অপশনে পেশ করা হয়েছে। গতকাল থেকে ফোনের অফিসিয়াল সেল শুরু হয়ে গেছে।

LEAVE A REPLY 

Share:

Social bar

Popunders